আন্তর্জাতিক অর্থায়ন থেকে রাশিয়াকে বাদ দিলেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার সরকারকে আন্তর্জাতিক অর্থায়ন থেকে বিচ্ছিন্ন করেছেন এবং দেশটির দুটি বড় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। খবর ভয়েস অব আমেরিকার।
হোয়াইট হাউস থেকে মার্কিন জনগণের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে বাইডেন ঘোষণা করেন, পূর্ব ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের চলাচল ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’
বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সোমবার দিনের শেষের দিকে পূর্ব ইউক্রেন সীমান্ত পেরিয়ে লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলে সেনা পাঠানোর আদেশ ছিল কার্যত ‘ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সূচনা।’
এর কয়েক ঘণ্টা আগে, পুতিন লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে বলেন, এ দুটি অঞ্চল আর ইউক্রেনের অংশ নয়।
বাইডেন পুতিনকে ইঙ্গিত করে প্রশ্ন করেন, ‘পুতিন কী মনে করেন, প্রতিবেশীদের ভূখণ্ডাধীন অঞ্চলকে নতুন তথাকথিত দেশ ঘোষণা করার অধিকার তাঁকে কে দিয়েছে?’
এ সময় বাইডেন জানান, তাঁর এ নিষেধাজ্ঞা রাশিয়া সরকারকে ‘পশ্চিম থেকে অর্থ সংগ্রহ’ বন্ধ করে দেবে। এবং বাইডেন সংকল্প ব্যক্ত করেন যে, রাশিয়া ‘যদি তার বাহিনী নিয়ে পশ্চিমে ইউক্রেনের দিকে অগ্রসর হয়, তাহলে তাকে আরও বেশি মূল্য (আরও নিষেধাজ্ঞাসহ) দিতে হবে।’
অন্যদিকে, গত সোমবার ক্রেমলিনের একটি বক্তৃতায়, পুতিন ঘোষণা করেন—ইউক্রেন কখনোই স্বাধীন রাষ্ট্র ছিল না এবং এটি পশ্চিমের হাতের ‘পুতুল’ নয়। ইউক্রেন বরাবরই বৃহত্তর রুশ প্রভাব বলয়ের অংশ হিসেবে অন্তর্ভুক্ত ছিল।
পুতিন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘তিনি সরাসরি ইউক্রেনের অস্তিত্বের ওপর হামলা করেছেন।’
এ ছাড়া বাইডেন বলেন, কূটনৈতিক পথ ধরে সংকট নিরসনের মধ্য দিয়ে একটি পূর্ণ আক্রমণের মতো ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়ানোর সময় এখনও রয়েছে।
বাইডেন তাঁর বক্তৃতার উপসংহারে বলেন, ‘আমরা রাশিয়াকে তার কাজ দিয়ে বিচার করতে যাচ্ছি, কথা দিয়ে নয়।’
তবে, মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া এখনও ‘আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।’