আবারও করোনায় আক্রান্ত বাইডেন
দশ দিনের মধ্যে দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (৭৯)। গত ২১ জুলাই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। এরপর গত মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে কোভিড-১৯ নেগেটিভ হন। নতুন খবর—আবারও করোনা পজিটিভ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির।
গত ২১ জুলাই প্রথম দফায় করোনাভাইরাসে আক্রান্ত হলে বাইডেন কোভিডের মৃদু লক্ষণ অনুভব করছেন বলে জানিয়েছিলেন।
এরপর গত শনিবার বাইডেন বলেছিলেন—তিনি কোভিডের লক্ষণগুলো অনুভব করছেন না, তবে তিনি ‘আশপাশের সবার সুরক্ষার জন্য’ সঙ্গনিরোধে থাকবেন।
বাইডেন গত সপ্তাহের মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে চার বার কোভিড পরীক্ষা করে প্রতিবারই নেগেটিভ হয়েছিলেন।
পরিস্থিতি বর্ণনা করে এক চিঠিতে বাইডেনের চিকিত্সক ডা. কেভিন ও’কনর সে সময় বলেছিলেন, বাইডেনের চিকিত্সা পুনরায় শুরু করার দরকার নেই, তবে তিনি ‘নিবিড় পর্যবেক্ষণে’ থাকবেন।
ডা. ও’কনর আরও জানিয়েছেন, বাইডেন বর্তমানে ‘প্যাক্সলোভিড’ গ্রহণ করছেন। ‘প্যাক্সলোভিড’ একটি অ্যান্টিভাইরাল ওষুধ, যা এমন সব কোভিড রোগীকে দেওয়া হয়, যাঁরা অল্প সময়ের ব্যবধানে একাধিক বার আক্রান্ত হন।