ইউক্রেনকে মানবিক সহায়তায় ৮ লাখ ডলার দিচ্ছে চীন
ইউক্রেনকে মানবিক সহায়তায় প্রায় আট লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে চীনের রেডক্রস। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ানের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা আজ বুধবার এ খবর জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেনীয়দের দৈনন্দিন প্রয়োজনে সহায়তায় এ অর্থ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চীন। এ সহায়তায় সাত লাখ ৯১ হাজার ৫৪০ মার্কিন ডলার দিচ্ছে তারা।
সংবাদমাধ্যম সিএনএ জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর দেশটির মারিওপোল শহরে বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য ও খাবার পানির সংকট দ্রুত বাড়ছে।
এরই মধ্যে রাশিয়ার ‘সেনা অভিযানের’ পর ১৪ দিনে এখন পর্যন্ত অন্তত ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
এদিকে, ইউক্রেনে রুশ বাহিনীর হামলাকে ‘আগ্রাসন’ বলতে অস্বীকৃতি জানিয়েছে চীন। অন্যদিকে, রাশিয়া তাদের পদক্ষেপকে একটি ‘বিশেষ অভিযান’ বলে অভিহিত করেছে।