ইউক্রেনের জনগণকে যা বললেন বাইডেন
ন্যাটো ও যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ইউক্রেনের জনগণকে ‘শক্তিশালী প্রাচীর’ বলে অভিহিত করেছেন।
স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাংলাদেশ সময় আজ বুধবার এসব কথা বলেন জো বাইডেন। খবর বিবিসির।
ইউক্রেনের জনগণের প্রশংসা করে বাইডেন বলেন, তারা হচ্ছে ‘শক্তিশালী প্রাচীরের’ মতো, যা কেউ ধারণাও করেনি।
বাইডেন বলেন, ‘ছয় দিন আগে পুতিন স্বাধীন পৃথিবীর ভিত্তি নাড়িয়ে দিতে চেয়েছিলেন। তিনি ভেবেছিল তাঁর মতো করে এটা বাঁকা করতে পারবেন।’
‘কিন্তু, তাঁর হিসাব ছিল পুরোপুরি ভুল’, যোগ করেন বাইডেন।
এ ছাড়া বাইডেন যুক্তরাষ্ট্রের জনগণকে ‘ইউক্রেনীয় জনগণের লৌহসম দৃঢ় মনোবল থেকে অনুপ্রেরণা’ নেওয়ার আহ্বান জানান।
বাইডেন বলেন, ‘পুতিন ট্যাংক দিয়ে কিয়েভ ঘিরে ফেলতে পারেন, কিন্তু, তিনি কখনোই ইউক্রেনের জনগণের হৃদয় ও আত্মা কবজা করতে পারবেন না।’
এ ছাড়া বাইডেন বলেন, ইতিহাসে দেখা গেছে, আগ্রাসী আচরণের কারণে স্বৈরশাসকেরা যদি মূল্য না চুকায়, তাহলে তারা আরও বিশৃঙ্খলা তৈরি করে। তিনি বলেন, কোনো রকম উসকানি ছাড়াই রাশিয়া পূর্ব-পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে।
বাইডেন বলেন, ‘স্বাধীনতাকামী জাতিরা একজোট হয়ে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে। পুতিন ভুল ছিল। আমরা তৈরি ছিলাম।’