ইউক্রেনের প্রতিরোধে ‘অভিভূত’ যুক্তরাষ্ট্র, আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি
রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর কঠোর প্রতিরোধে ‘অভিভূত’ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার শীর্ষ মার্কিন প্রতিরক্ষা উপদেষ্টাদের সঙ্গে বৈঠককালে তিনি এমন মন্তব্য করেন। খবর বিবিসির।
বৈঠকে বাইডেন বলেন, ‘আমি যতটা ভেবেছিলাম, তার চেয়েও তারা (ইউক্রেনের সামরিক বাহিনী) দৃঢ়প্রতিজ্ঞ ও গর্বিত।’
মার্কিন প্রতিরক্ষা উপদেষ্টাদের উদ্দেশে বাইডেন বলেন, ‘আপনাদের সহায়তায় তারা (ইউক্রেনের সামরিক বাহিনী) যা করছে, তাতে আমি অভিভূত।’
প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, ‘ঐক্যবদ্ধ, মনোযোগী ও শক্তিশালী’ ন্যাটো জোট রুশ নেতা ভ্লাদিমির পুতিনকে চমকে দিয়েছে।
‘অস্ত্র আর গোলাবারুদ প্রতিদিন (ইউক্রেনে) পাঠানো হচ্ছে। এবং বিশ্বে আমাদের জোট ও অংশীদারত্ব যে কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা দেখতে পাচ্ছি’, যোগ করেন বাইডেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়—গত সপ্তাহে ইউক্রেনকে ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির পর যুক্তরাষ্ট্র আগামী দিনে আরেক দফা সহায়তা দেবে বলে ধারণা করা হচ্ছে। তবে, ওই সহায়তার ধরন কেমন হতে পারে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি হোয়াইট হাইস।
তবে, নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গতকাল হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, রাশিয়ার বিরুদ্ধে সামরিক যুদ্ধে কার্যকরভাবে লড়তে ইউক্রেন সরকার ও ইউক্রেনীয় নেতাদের সহায়তা করতে যা কিছু দরকার, তার সবটা করবে মার্কিন প্রশাসন।