ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত
ইরানের ইসফাহান প্রদেশে দেশটির একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ইঞ্জিন বিকল হয়ে উড়োজাহাটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। এতে থাকা দুই পাইলটের উভয়েই বেঁচে আছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, শনিবার এফ-১৪ টমক্যাটের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। উড়োজাহাটির পাইলটদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
একটি ভিডিওতে মরুভূমি এলাকায় উড়োজাহাটির অবশিষ্টাংশ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
ইরানের বিমান বাহিনীর কাছে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে কেনা যুক্তরাষ্ট্রের তৈরি সামরিক বিমানের ভাণ্ডার রয়েছে। টমক্যাট এফ-১৪ও যুক্তরাষ্ট্রের তৈরি।
তেহরানের কাছে রাশিয়ার তৈরি মিগ ও সুখোই বিমানও রয়েছে। তবে গত কয়েক দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে খুচরা যন্ত্রাংশ পাওয়া এবং পুরনো বিমানের রক্ষণাবেক্ষণ করা তেহরানের জন্য কঠিন হয়ে পড়েছে।