উহানে সব বাসিন্দার কোভিড পরীক্ষা করা হবে
চীনের উহানে স্থানীয়ভাবে সংক্রমিত তিনজন কোভিড রোগী শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ শহরটির সব বাসিন্দার করোনাভাইরাস পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার শহরটির কর্মকর্তা লি তাও এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
সোমবার উহানে স্থানীয়ভাবে সংক্রমিত তিন কোভিড রোগী শনাক্ত করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।
২০১৯ সালের শেষদিকে চীনের এ শহরটিতেই প্রথম নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথম থেকেই কঠোর অবস্থান নিয়ে চীন এখন পর্যন্ত সংক্রমণের রাশ টেনে ধরতে অনেকটা সফল হয়েছে।
২০২০ সালের মার্চ থেকে দেশটিতে সরকারি হিসাবে শনাক্তের সংখ্যা কম দেখা যাচ্ছে। মাঝেমধ্যে সংক্রমণ বাড়তে শুরু করলেও দ্রুতগতিতে নেওয়া নানান পদক্ষেপের মাধ্যমে দেশটি কোভিডের বিস্তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি প্রদেশে করোনাভাইরাসের ডেলটা ধরনের বিস্তার বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির কর্মকর্তাদের উদ্বেগ বাড়াচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় চীনের সরকারকে নতুন করে বিধিনিষেধ দিতে হচ্ছে; পরীক্ষা করতে হচ্ছে লাখ লাখ মানুষকে।