একজনের ওমিক্রন শনাক্ত, বেইজিংয়ে পুরো ভবন লকডাউন
চীনের বেইজিংয়ে একটি অফিস ভবনে একজন করোনাভাইরাস ‘পজিটিভ’ হওয়ায় পুরো ভবন সিল করে দেওয়া হয়েছে। ভবনে থাকা কোনও কর্মীকে বের হতে দেওয়া হচ্ছে না এবং তাদের সবার কোভিড পরীক্ষা করা হবে।
সিএনএন জানায়, পশ্চিম বেইজিংয়ে অবস্থিত ওই ভবনের একজন নারী কর্মীর দেহে শনিবার করোনাভাইরাসের দ্রুত সংক্রামক ধরন ওমিক্রন শনাক্ত হয়। পরদিন কোনও ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই মাস্ক পরা কোভিড কন্ট্রোল পুলিশ ওই ভবনের প্রবেশদ্বারে অবস্থান নেয়। তারা কর্মীদের ভবন থেকে বের হতে দিচ্ছে না।
বেইজিংয়ে এই প্রথম কারও দেহে করোনাভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হল। ওমিক্রন মূল ভাইরাস থেকে কয়েকগুণ দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম।
কয়েকদিন পরই বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের আসর বসবে। এদিকে, সারা বিশ্বের মত চীনেও ওমিক্রন ধরন ছড়াতে শুরু করেছে। এ অবস্থায় কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে চীন সরকার অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
গণহারে পরীক্ষা করা হচ্ছে, কোথাও কেউ কোভিড ‘পজিটিভ’ হলে পুরো এলাকা লকডাউন করা হচ্ছে, বিদেশ থেকে কেউ এলে তাকে দীর্ঘ সময় কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। তারপরও সংক্রমণ আটকে রাখা যাচ্ছে না।
এনএন জানায়, বেইজিংয়ে যে নারী ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন তার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন চীনা কর্মকর্তারা।
ওই তথ্যানুযায়ী, ওই নারী করোনাভাইরাস শনাক্ত হয়েছে এমন কারো সংস্পর্শে আসেননি। এছাড়া, গত ১৪ দিনের মধ্যে তিনি বেজিংয়ের বাইরে কোথাও যাননি। তারপরও তিনি ওমিক্রন ধরনে আক্রান্ত হওয়ার অর্থ বেইজিংয়ে এরই মধ্যে সেটি ছড়াতে শুরু করেছে।
শীলকালীন অলিম্পিকে যোগ দিতে কয়েকদিন পরই নানা দেশ থেকে হাজারো খেলোয়াড়-কর্মকর্তা চীনে যাবেন। ওমিক্রন মারাত্মক রূপ নিয়েছে এমন দেশের খেলোয়াড়-কর্মকর্তারাও সেই দলে থাকবেন।
স্থানীয়দের থেকে তাদের আলাদা রাখতে ‘অলিম্পিক বাবল’ তৈরি করা হয়েছে। কিন্তু এখন স্থানীয়ভাবে ওমিক্রন শনাক্ত হওয়ায় নগরীর ভেতর এবং বাইরে থেকে আসা ব্যক্তি উভয়ের মাধ্যমেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বেইজিংয়ের ওই নারী ‘পজিটিভ’ হওয়ার পর এখন চীনা কর্মকর্তারা সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে ঝাঁপিয়ে পড়েছেন। ওই নারী যেখানে যেখানে গেছেন সেখানে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে, অফিস ব্লকে লকডাউন দেয়ায় কর্মীদের কর্মক্ষেত্রেই অবস্থান করতে হচ্ছে। বিস্তারিত ‘কন্ট্রাক্ট ট্রেসিং’ আর গণহারে পরীক্ষা তো আছেই।