এবার যুক্তরাষ্ট্রের আকাশে নিষিদ্ধ রাশিয়ার উড়োজাহাজ
যুক্তরাষ্ট্রের আকাশে নিষিদ্ধ হলো রাশিয়ার সব বাণিজ্যিক ও ব্যক্তিগত ফ্লাইট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।
ইউক্রেনে আগ্রাসনের জেরে এরই মধ্যে ইউরোপের বেশির ভাগ দেশ ও কানাডা রাশিয়ার ওপর আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবার একই পথে হাঁটল যুক্তরাষ্ট্র।
স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে রাশিয়ার উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন জো বাইডেন। তিনি বলেন, মার্কিন আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা রাশিয়াকে আরও বিচ্ছিন্ন করবে এবং সে দেশের অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করবে।
বাইডেন বলেন, রুশ মুদ্রা ‘রুবল’ এবং তাদের শেয়ার বাজার এরই মধ্যে যথাক্রমে ৩০ ও ৪০ শতাংশ মূল্য হারিয়েছে।
এ ছাড়া বাইডেন যুক্তরাষ্ট্রের জনগণকে ‘ইউক্রেনীয় জনগণের লৌহসম দৃঢ় মনোবল থেকে অনুপ্রেরণা’ নেওয়ার আহ্বান জানান।
বাইডেন বলেন, ‘পুতিন ট্যাংক দিয়ে কিয়েভ ঘিরে ফেলতে পারেন, কিন্তু, তিনি কখনোই ইউক্রেনের জনগণের হৃদয় ও আত্মা কবজা করতে পারবেন না।’