ওড়িশায় বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ পর্যটক
ভারতের ওড়িশা রাজ্যে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় ছয় পর্যটক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৪২ জন। ওড়িশার গঞ্জাম জেলার ভঞ্জনগর এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটকদের সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। এ ছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পশ্চিমবঙ্গের হাওড়ার উদয়নারায়ণপুরের সুলতানপুর এলাকা থেকে গত সোমবার ভাইজ্যাকের উদ্দেশে একটি বাস ছেড়ে যায়। বাসটিতে ৭০ জন পর্যটক ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে দারিংবাড়ি থেকে ফেরার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি। ওই সময় চালক বাসটিকে কোনোমতে সমতলে নামিয়ে আনলেও ওড়িশার গঞ্জামের ভঞ্জনগর এলাকায় পৌঁছাতেই উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। এ ছাড়া আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর প্রাথমিকভাবে উদ্ধারকাজে নামেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আজ বুধবার সকাল পর্যন্ত উদ্ধারকাজ চালায়। এরই মধ্যে এ দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটির যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।