করোনা নেগেটিভ হলেন বাইডেন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিরাময়ের পথে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আর আইসোলেশনে থাকার প্রয়োজন নেই। হোয়াইট হাউস জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় ও আজ বৃহস্পতিবার সকালে তাঁর দুবার করোনাভাইরাসের অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। উভয় ফল নেগেটিভ এসেছে। এএফপি ও সিএনবিসি এ খবর জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক কেভিন ও’কনোর এক স্মারকে লিখেছেন, ‘গতকাল সন্ধ্যায় ও আজ সকালে অ্যান্টিজেন টেস্টে বাইডেনের ফল নেগেটিভ এসেছে। বাইডেন এরই মধ্যে পাক্সলোভিড থেরাপিউটিকের একটি কোর্স সম্পন্ন করেছেন। এর ফলে প্রেসিডেন্ট আর কঠোর আইসোলেশনে থাকতে হবে না।’
গত বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হোয়াইট হাউসের বাসভবনে আইসোলেশনে ছিলেন বাইডেন। তিনি পূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে চিকিৎসাকালীন তাঁর সূচি কিছুটা কম ছিল।
চিকিৎসক ও’কনোর বলেছেন, আইসোলেশন না থাকা প্রেসিডেন্ট দশ দিন অন্যদের মাঝে গেলে মাস্ক পরবেন এবং নিয়মিত টেস্ট করবেন।
তিনি আরও বলেছেন, বাইডেনের জ্বর নেই। তাঁর উপসর্গ ধীরে ধীরে নিরাময় হচ্ছে এবং প্রায় সুস্থ হওয়ার দিকে।