কলকাতা বন্দরে কনটেইনারসহ ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজ উদ্ধার
কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে কনটেইনারসহ ডুবে যাওয়া বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি মেরিনট্রাস্ট-১ উদ্ধার করা হয়েছে। গত ২৪ মার্চ কলকাতা বন্দরের নেতাজি সুভাষ ডকে ১৬৫টি কনটেইনার তোলার পর হঠাৎ বাংলাদেশি জাহাজটি কাত হয়ে ডুবে যায়। এরপর পাঁচ মাসেরও বেশি সময় কেটে যায় নানান জটিলতায়। অবশেষে কনটেইনারসহ জাহাজটি উদ্ধার করেছে বন্দর কর্তৃপক্ষ।
জানা গেছে, ডুবে যাওয়া জাহাজের ১৬৫টি কনটেইনারের মধ্যে ৭৭টি কনটেইনার ছিল জাহাজের ডেকে ও ৮৮টি কনটেইনার ছিল জাহাজের হোল্ড বা খোলের মধ্যে। এর মধ্যে বেশ কয়েকটি কনটেইনার নদীতে পড়ে ভাসতে থাকে এবং বেশ কয়েকটি ডুবে যায়। বাংলাদেশি মালিকানাধীন ওই জাহাজে ছিলেন মোট ১৫ জন নাবিক। তাঁদের উদ্ধার করে কলকাতা বন্দর কর্তৃপক্ষ।
এরপর ভারতের গিল মেরিন নামের একটি উদ্ধারকারী সংস্থার মাধ্যমে কনটেইনারগুলো উদ্ধারের কাজ শুরু হয়। কিন্তু ডুবে যাওয়ার পরপরই এমভি মেরিনট্রাস্টের-১ এর বাংলাদেশি মালিক জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করে উদ্ধারের খরচ বহন করতে অস্বীকৃতি জানান। ফলে উদ্ধার কাজ বন্ধ হয়ে যায়। পরে আবার উদ্ধারকাজ শুরু করে কলকাতা বন্দর কর্তৃপক্ষ।