কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত তালেবান
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্র। সেনা প্রত্যাহারের আগে প্রায় এক হাজার নাগরিক বিমানবন্দর ছাড়ার অপেক্ষায় রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা স্থানীয় সময় আজ রোববার এ কথা জানান। অন্যদিকে তালেবানের এক কর্মকর্তা জানান, তাঁরা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। খবর রয়টার্সের।
ওই পশ্চিমা নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন সেনা অভিযান শেষ হওয়ার সময়সীমা জানানো হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেন।
বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, ‘ঝুঁকিতে থাকা সব বিদেশি নাগরিককে আমরা আজকের মধ্যেই সরিয়ে নিতে চাই। সব নাগরিককে সরিয়ে নেওয়ার পর সেনাবাহিনীও সরিয়ে নেওয়া হবে।’
গত দুই সপ্তাহে আফগানিস্তান থেকে এক লাখ ১৩ হাজার ৫০০ মানুষ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলো। তবে এখনো হাজার হাজার মানুষ বিমানবন্দর ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।
মার্কিন এক কর্মকর্তা গতকাল রয়টার্সকে জানান, বিমানবন্দরে চার হাজার মার্কিন সেনা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে তালেবানের আরেক কর্মকর্তা রয়টার্সকে জানান, প্রকৌশলী ও কারিগররা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত। তিনি আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের চূড়ান্ত ইশারার অপেক্ষায় আছি। কাবুল বিমানবন্দর পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে তালেবানও অপেক্ষায় আছে।’