কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোন ও রুশ যুদ্ধবিমানের সংঘর্ষ
কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোন এমকিউ-৯ ও রাশিয়ার সু-২৭ যুদ্ধবিমানের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার (১৪ মার্চ) এই সংঘর্ষের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড এ তথ্য জানিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
মার্কিন বিমান বাহিনীর জেনারেল জেমস হেকার বলেন, ‘আমাদের এমকিউ-৯ ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় রুটিনমাপিক অপারেশন চালাচ্ছিল। এ সময় একটি রুশ বিমান ড্রোনটি আঘাত করে। এতে এমকিউ-৯ ড্রোনটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যায়।’
জেমস আরও বলেন, ‘রাশিয়ানদের এই অনিরাপদ এবং অপেশাগত কাজটি দ্বারা ড্রোন ও যুদ্ধবিমান দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে।’
বিষয়টি নিয়ে এখনও কোনো তথ্য জানায়নি মস্কো।