ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল: নিউজিল্যান্ডে বিদ্যুৎহীন হাজারো মানুষ
নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে প্রায় ৪৬ হাজার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে অন্ধকারে সময় কাটাতে হচ্ছে ওই অঞ্চলের হাজারো মানুষকে। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে দেশটিতে এই পরিস্থিতি দেখা দিয়েছে।
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে ভারী বৃষ্টি ও বাতাস হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ কারণে শত শত উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়টি নর্থ আইল্যান্ডের পাশে অবস্থান করছে। এ জন্য কিছু জায়গায় দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছে।
নিউজিল্যান্ডের আবহাওয়াবিষয়ক প্রতিষ্ঠান মেটসার্ভিসের তথ্য অনুযায়ী, অকল্যান্ডের উত্তরাঞ্চলে ওয়াংগারেই শহরে গত ১২ ঘণ্টায় ১০০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে দেশটির জরুরি ব্যবস্থাপনা–বিষয়ক মন্ত্রী কিরেন ম্যাকঅ্যানুলটি বলেন, ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে সরকার দেশজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করার চিন্তাভাবনা করছে। নিউজিল্যান্ডের ইতিহাসে এর আগে মাত্র দুবার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।
এদিকে রাজধানী অকল্যান্ডসহ নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এসব এলাকার মানুষদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে।