চীনের অভ্যন্তরীণ বিষয়ে বাইডেনকে হস্তক্ষেপ না করার আহ্বান
চীনের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্রনীতি প্রধান ইয়াং জিয়াচি। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে বিশ্বের দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছেন তিনি। খবর ইউএনবির।
যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি সংস্থা আয়োজিত একটি অনলাইন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়াং বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ওয়াশিংটন ও বেইজিং একসঙ্গে কাজ করতে পারে।
গত ২০ জানুয়ারি ক্ষমতায় আসা নতুন মার্কিন প্রশাসন চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করার সঙ্গে সঙ্গে এই মন্তব্য করেন ইয়াং জিয়াচি।
এদিকে, এটা ভাবা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কের যে অবনতি হয়েছে তা পুনরুদ্ধার করার চেষ্টা করবে বেইজিং। এই বছর ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তি উপলক্ষে বৃহত্তর অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা আনতে কাজ করবে তারা।
দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইয়াং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র একে অপরকে সম্মান করতে হবে। তিনি বলেন, হংকং, তিব্বত ও জিনজিয়াংয়ের স্বায়ত্তশাসিত অঞ্চলকে ঘিরে মানবাধিকার বিষয়ক অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মাধ্যমে ওয়াশিংটনকে ‘চীনের উন্নয়নে বাধা দেওয়ার’ চেষ্টা করা উচিত হবে না।
এসব বিষয়ের একটা সীমারেখা আছে যা অতিক্রম করা উচিত হবে না। যেকোনো ধরনের হস্তক্ষেপের ফলে চীন-মার্কিন সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, বলেন ইয়াং জিয়াচি।
সাবেক ট্রাম্প প্রশাসন ‘চীনের বিরুদ্ধে চরম বিভ্রান্তিমূলক নীতি গ্রহণ করেছে উল্লেখ করে ইয়াং বলেন, এরই মধ্যে ‘পৃথকীকরণ’ এবং ‘নতুন শীতল যুদ্ধ’ প্রচারের মাধ্যমে চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।