চীনে আরও করোনা রোগী শনাক্ত, গণপরীক্ষার উদ্যোগ
চীনে চলতি কোভিড-১৯-এর প্রাদুর্ভাব তৃতীয় সপ্তাহে পড়ার পরও নতুন রোগী শনাক্ত হচ্ছে, এই পরিস্থিতিতে স্থানীয়ভাবে সংক্রমণ ছড়িয়ে পড়া থামাতে কিছু শহর গণপরীক্ষার উদ্যোগ নিয়েছে।
গত বছরের প্রাথমিক প্রাদুর্ভাবের পর থেকে জিরো-কোভিড কৌশল অনুসরণ করে আসছে চীন। কিন্তু করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্টকে দেশটির জন্য সবচেয়ে বড় পরীক্ষা বলে দেখছেন বিশ্লেষকরা।
তবে তাদের ধারণা, কিছু অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি সত্ত্বেও করোনাভাইরাসের এই অতি সংক্রামক ধরনটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার আগেই কর্তৃপক্ষগুলো একে দমন করবে; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০ জুলাই থেকে দেশটির এক ডজনেরও বেশি শহরে ডেলটা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের উদ্যোগে দেশটির কর্মকর্তারা স্থানীয় সরকারি কর্তৃপক্ষগুলোকে কঠোরভাবে সংক্রমণ শনাক্ত করে প্রাদুর্ভাবের চক্রগুলো বন্ধ করতে বলেছে।
রোববার এক বিবৃতিতে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) বলেছে, ‘মানসিক শিথিলতা দৃঢ়ভাবে কাটিয়ে উঠতে হবে।’
রোববার চীনের মূল ভূখণ্ডে ১২৫ জনের নতুন সংক্রমণ শনাক্ত হয়, যার মধ্যে ৯৪ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। এর আগের দিন শনিবার ৯৬ জন শনাক্ত রোগীর মধ্যে ৮১ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছিলেন। দুই ক্ষেত্রেই বাকিরা বিদেশ থেকে আক্রান্ত হয়ে এসেছেন বলে সোমবার জানিয়েছে এনএইচসি।
সরকারি তথ্যে দেখা গেছে, রোববার স্থানীয়ভাবে সংক্রমিত অধিকাংশ রোগীই মধ্যাঞ্চলীয় শহর ঝাংঝৌ ও পূর্বাঞ্চলীয় শহর ইয়াংঝৌতে শনাক্ত হয়েছে।
ইয়াংঝৌ পঞ্চম পর্বের মতো গণপরীক্ষা শুরু করেছে বলে সোমবার নগর কর্তৃপক্ষ জানিয়েছে। অপরদিকে ঝাংঝৌ শহরব্যাপী তৃতীয় পর্বের পরীক্ষার নমুনা সংগ্রহ শেষ করবে বলে আশা করছে।