চীনে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত জ্যান হেকারের রহস্যজনক মৃত্যু
দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে চীনে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত জ্যান হেকারের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দূতাবাসের এক বিবৃতিতে রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যুর তথ্য জানানো হয়েছে।
চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত জার্মানির দূতাবাস রয়টার্সকে বলেছে, গত ২৪ আগস্ট চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা হেকার (৫৪)। তাঁর মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জার্মানির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘এটি গভীর দুঃখ এবং হতাশাজনক যে, আমরা চীনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যুর খবর পেয়েছি।’ তবে দূতাবাসের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন নিয়মিত সংবাদ সম্মেলনে হাজির হয়ে জার্মান রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যুর বিষয়ে শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রদূত হেকারের আকস্মিক মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়েছি। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি চীন-জার্মানির সম্পর্ক এগিয়ে নিতে সক্রিয়ভাবে কাজ করেছেন বলে মন্তব্য করেন ওয়েনবিন।’
ওয়াং ওয়েনবিন বলেন, হেকারের পরিবার এবং দূতাবাসকে চীন সহায়তা করবে। গত শুক্রবার বেইজিংয়ে নিজের বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন হেকার। ওই অনুষ্ঠানে জার্মান শিল্পী জোসেফ বিউসকেও অংশ নিতে দেখা যায়। এই অনুষ্ঠানে হাসিমুখে দেখা যায় হেকারকে।
রাষ্ট্রদূতের মৃত্যুতে সোমবার বেইজিংয়ের দূতাবাসে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা অর্ধ-নমিত রাখা হয়।