জর্জ ডব্লিউ বুশকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। প্রেসিডেন্ট থাকাকালীন ইরাকে সামরিক অভিযান পরিচালনা করার প্রতিশোধ হিসেবে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল।
হত্যার ষড়যন্ত্র করা অভিযুক্ত ওই ব্যক্তি একজন ইরাকি নাগরিক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে আছেন।
স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন বিচার বিভাগ এ তথ্য সামনে আনে। খবর বার্তা সংস্থা এএফপি ও সংবাদমাধ্যম বিবিসির।
যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাসের ফেডারেল আদালতে দাখিল করা এফবিআইয়ের হলফনামায় বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার ষড়যন্ত্র করা অভিযুক্ত ওই ইরাকি নাগরিকের নাম শিহাব আহমেদ শিহাব। ৫২ বছর বয়সী এই ব্যক্তি নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য অন্য ইরাকিদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশ করাতে চেয়েছিলেন।
হলফনামায় বলা হয়, অভিযুক্ত শিহাব আহমেদ গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একজন তথ্যদাতাকে বলেছিলেন, জর্জ ডব্লিউ বুশকে হত্যার পরিকল্পনা সফল করতে মেক্সিকো সীমান্ত দিয়ে কমপক্ষে আরও চার ইরাকিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করাতে চান তিনি।
এএফপি বলছে, মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক চারজনের এই দলটির দুজন সাবেক ইরাকি গোয়েন্দা এজেন্ট এবং অন্যরা জঙ্গিগোষ্ঠী ‘আল-রায়েদ’ নামের একটি কট্টরপন্থী গ্রুপের সদস্য বলে জানিয়েছেন শিহাব।
আদালতে দাখিল করা হলফনামায় বলা হয়েছে, এফবিআইয়ের ওই তথ্যদাতাকে শিহাব বলেছিলেন, ২০০৩ সালে ইরাক আক্রমণের নির্দেশ দেওয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যা করতে চান তারা। কারণ তারা মনে করেছিল, বহু ইরাকিকে হত্যা করার জন্য ও দেশ হিসেবে পুরো ইরাককে ভেঙে দেওয়ার জন্য তিনিই (বুশ) দায়ী।
গোয়েন্দা জালে পরিকল্পনার তথ্য আসার পর শিহাবকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফেডারেল আদালতে অভিবাসন অপরাধ ও সাবেক একজন মার্কিন কর্মকর্তাকে হত্যার চেষ্টার পরিকল্পনা ওবং সহায়তা করার অভিযোগে অভিযুক্ত করা হয়।
ওহিও অঙ্গরাজ্যের কলম্বাস শহরের বাসিন্দা শিহাব এবং এফবিআইয়ের ওই তথ্যদাতা জর্জ ডব্লিউ বুশের সঙ্গে সম্পর্কিত অবস্থানগুলো পর্যবেক্ষণ করতে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহর পর্যন্ত গিয়েছিলেন। একই সঙ্গে বুশকে হত্যার জন্য কিভাবে বন্দুক ও নিরাপত্তা বাহিনীর ইউনিফর্ম হাতে পাওয়া যাবে এবং হত্যার সময় যানবাহনের ব্যবহার নিয়েও আলোচনা করেছিলেন তারা।
শিহাব ২০২০ সালের সেপ্টেম্বরে ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে পৌঁছান এবং ২০২১ সালের মার্চ মাসে তার ভিসার মেয়াদ শেষ হলে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।