টেনিসির বন্যাকে ‘বড় বিপর্যয়’ বললেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির দক্ষিণাঞ্চলীয় টেনিসি অঙ্গরাজ্যের বন্যাকে বড় ধরনের বিপর্যয় হিসেবে ঘোষণা দিয়েছেন। বাইডেন টেনিসির জন্য সরকারি তহবিল অনুমোদন করেছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে স্থানীয় সময় মঙ্গলবার এ কথা বলা হয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
এদিকে, টেনিসি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ২১ জন প্রাণ হারিয়েছে। অঙ্গরাজ্যটিতে গত শনিবার তীব্র ঝড় ও প্রবল বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন আবহাওয়াবিদেরা। টেনিসিতে ১৭ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, বাইডেনের সরকারি তহবিলের অনুমোদনের উদ্যোগের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হামফ্রেইস কাউন্টির লোকজন সহায়তা পাবে।
হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, সরকারি তহবিলের অর্থ দিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী বাড়িঘর নির্মাণ এবং বাড়িঘর মেরামতের কাজ করা হবে।
এ ছাড়া যাদের বিমাহীন সম্পত্তির ক্ষতি হয়েছে, তাদের স্বল্পখরচে ঋণসুবিধাও দেওয়া হবে।