তামিলনাড়ুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু
ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যে রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছে আরও বেশ কয়েক জন। সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।
তামিলনাড়ুর কর্মকর্তারা জানিয়েছেন, আজ বুধবার ভোরে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে রাজ্যের থাঞ্জাভুর জেলার কালিমেদুতে এ দুর্ঘটনা ঘটে।
তামিলনাড়ুর পুলিশ মহাপরিদর্শক ভি বালাকৃষ্ণান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, বিদ্যুৎসঞ্চালন লাইনের সংস্পর্শে আসার পর রথটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন তিনি ‘গভীরভাবে শোকাহত’। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।