‘নতুন পরিস্থিতিতে’ কিমকে সহযোগিতার আশ্বাস জিনপিংয়ের
‘নতুন পরিস্থিতিতে’ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সহায়তার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি দুই দেশের মধ্যে সহযোগিতার তাৎপর্যের ওপর জোর দেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
কেসিএনএ’র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, কিমের কাছে পাঠানো একটি বার্তায় শি জিনপিং বলেছেন, ‘একটি নতুন পরিস্থিতিতে’ দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক বিকাশে উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।
তবে, কেসিএনএ তাদের প্রতিবেদনে ‘নতুন পরিস্থিতি’ সম্পর্কে বিস্তারিত জানায়নি।
এ ছাড়া কেসিএনএ জানিয়েছে, বেইজিংয়ের শীতকালীন অলিম্পিকের জন্য কিমের অভিনন্দন বার্তা এবং অলিম্পিক শেষ হওয়ার পরে অভিনন্দনের মৌখিক বার্তার প্রতিক্রিয়ায় শি জিনপিং এ মন্তব্য করেন।