নিউইয়র্কের পাতাল রেল স্টেশনে গুলিতে আহত ১৩
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি পাতাল রেল স্টেশনে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে নিউইয়র্কের ব্রুকলিনের পাতাল স্টেশনে গুলির এই ঘটনা ঘটে। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ছবিতে দেখা যাচ্ছে, মেট্রো ট্রেনের যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ সময় অন্য যাত্রীরা তাদের সহায়তায় এগিয়ে আসেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, ব্রুকলিনের পাতাল রেল স্টেশনে গুলিতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।
নিউইয়র্ক পুলিশ, ফায়ার ডিপার্টমেন্ট এবং এফবিআই কর্মকর্তারা এরই মধ্যে ব্রুকলিনের ওই গুলির ঘটনাস্থলে পৌঁছেছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক টুইটে জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে নিউইয়র্কের পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী পলাতক রয়েছে। হামলাকারী কমলা রঙের কনস্ট্রাকশনের পোশাক পরহিত ছিলেন। কী কারণে গুলি চালানো হয়েছে সেটি জানা যায়নি।