পাকিস্তানে ভয়াবহ বন্যা, সোয়াত-সাংলায় জরুরি অবস্থা
পাকিস্তানে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে তিন কোটি ৩০ লাখের বেশি মানুষ বন্যার কবলে পড়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত উপত্যকা ও সাংলা জেলা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় ৩০ আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি ও জিওটিভি অনলাইন এ তথ্য জানায়।
পাকিস্তানের জলবায়ুমন্ত্রী শেরি রেহমান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ঐতিহাসিক বৃষ্টি ও বন্যার ফলে তিন কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে।’ জুন থেকে এ পর্যন্ত বন্যায় ৯০০ জনের বেশি নিহত হয়েছে বলেও জানান পাকিস্তানের মন্ত্রী।
অর্থনৈতিক সংকটের মাঝেই এমন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হওয়ায় বাড়তি বৈদেশিক সাহায্য আহ্বান করেছে পাকিস্তান সরকার।
অন্যদিকে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খান প্রভিন্সিয়াল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিকে (পিডিএমএ) বন্যাকবলিত এলাকায় শুকনো ও রান্না করা খাবারসহ অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে জোর দিতে বলেছেন।
পাখতুনখাওয়ার সোয়াত উপত্যকার মাত্তো, শুখরা ও লালকো এলাকায় বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় সোয়াতের কালাম এলাকায় একটি হোটেলের বিলাসবহুল ভবন সমূলে ধসে পড়েছে।