পেরুর আন্দিজ পর্বতমালায় বাস খাদে পড়ে নিহত ২৯
পেরুর আন্দিজ পর্বতমালা এলাকার একটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বাস খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।
কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে মাতুকানা শহরের কাছে পেরুর কেন্দ্রীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
এই সড়কটি পেরুর রাজধানী লিমার সঙ্গে আন্দিজের অধিকাংশ মধ্যাঞ্চলীয় এলাকাকে সংযুক্ত করেছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল ক্যানাল এন-কে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বাসটিতে ৬৩ জন যাত্রী ছিল।
এর আগে শুক্রবার পেরুর আন্দিজ পবর্তমালা এলাকার পৃথক স্থানে আরেকটি বাস দুর্ঘটনায় ১৬ জন খনি শ্রমিক নিহত হয়েছিলেন। ওই সময়ও শ্রমিকদের বহনকারী বাসটি রাস্তা থেকে খাদে পড়ে গিয়েছিল।
পেরুর আন্দিজ পর্বতমালা এলাকায় প্রায়ই বাস খাদে পড়ে গিয়ে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। পর্বতমালাটি লম্বালম্বিভাবে পেরুর দৈর্ঘ্য অতিক্রম করে গেছে। এখানে উঁচু পাহাড়ের মধ্য দিয়ে যাওয়া সড়কগুলো প্রায়ই অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে।