প্রভাবশালী টিকটকারদের সঙ্গে হোয়াইট হাউসের ব্রিফিং
সম্প্রতি প্রায় ৩০ জন প্রভাবশালী টিকটকারকে নিয়ে এক জুম ব্রিফিংয়ের আয়োজন করেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। ওই ব্রিফিংয়ে টিকটক ভিডিও নির্মাতাদের ইউক্রেন বিষয়ক সর্বশেষ মার্কিন বার্তার বিষয়ে জানানো হয়। দ্য ওয়াশিংটন পোস্টের বরাতে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, জুম ব্রিফিংটি পরিচালনা করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এবং মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা ম্যাট মিলার। ওই ব্রিফিংয়ের পর থেকে বেশ কয়েকজন টিকটক তারকা ইউক্রেন বিষয়ক পোস্ট করছেন বলে জানা গেছে।
দ্য ওয়াশিংটন পোস্ট বলছে—রুশ-ইউক্রেন অঞ্চলে ‘যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্যে’র মধ্যে যেসব বিষয় অন্তর্ভুক্ত ছিল, তার মধ্যে রয়েছে—রাশিয়ার পারমাণবিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র কীভাবে প্রতিক্রিয়া জানাবে এবং ইউক্রেনকে সাহায্য করার জন্য কীভাবে মার্কিন সহায়তার অর্থ ব্যয় করা হচ্ছে।
তরুণ মার্কিনিরা বেশির ভাগ খবর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পান। এ তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবে টিকটককে ব্যাপকভাবে ব্যবহার করে আসছে বাইডেন প্রশাসন।