ফের কেঁপে উঠল হাইতি, ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২১৮৯
ভয়াবহ ভূমিকম্পে দুই হাজার ১৮৯ জনের মৃত্যু ও কয়েক হাজার আহত হওয়ার কয়েকদিন পরও একাধিক পরাঘাতে কেঁপে উঠেছে হাইতির দক্ষিণাঞ্চলীয় শহর লি কাইয়ের অসংখ্য ভবন।
সাম্প্রতিক ভূমিকম্পে হাইতির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরটিতে বুধবার এসব কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ কম্পনগুলোতে তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যু বা আহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন লি কাইয়েতে টহলে থাকা এক পুলিশ কর্মকর্তা।
শহরটি গত শনিবার স্থানীয় সময় সকালে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের ধকল কাটিয়ে ওঠার চেষ্টা করছে; এর মধ্যেই এসব কম্পন বাসিন্দাদের আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে।
সমুদ্রের ধারের শহরটির অসংখ্য পরিবার প্রতি রাতেই বিভিন্ন সড়কে ম্যাট্রেস বিছিয়ে ঘুমাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
বুধবার হাইতির কর্তৃপক্ষ চলতি সপ্তাহের শুরুতে হওয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে।
হতদরিদ্র এ দেশটি ২০১০ সালের ভূমিকম্পের ধকলই এখনো কাটিয়ে উঠতে পারেনি। ১১ বছর আগের ওই ভূমিকম্প দেশটির দুই লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।