বিবাহবিচ্ছেদের আবেদন করলেন রুপার্ট মারডকের চতুর্থ স্ত্রী
মিডিয়া মোগল রুপার্ট মারডকের (৯১) চতুর্থ স্ত্রী অভিনেত্রী ও সাবেক সুপারমডেল জেরি হল (৬৬) বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।
ক্যালিফোর্নিয়ার আদালতে বিচ্ছেদের আবেদনের কারণ হিসেবে স্বামীর সঙ্গে ‘অমীমাংসিত মতপার্থক্যের’ কথা উল্লেখ করেছেন জেরি হল। ছয় বছর ধরে সংসার করছেন রুপার্ট ও জেরি।
রুপার্ট মারডক ও জেরি হলের বিবাহবিচ্ছেদের আবেদনের এ ঘটনা জানার পর তাঁদের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা একটু অবাক হয়েছেন। খবর বিবিসির।
২০১৬ সালে লন্ডনে বিয়ে হয় রুপার্ট মারডক ও জেরি হলের। রুপার্ট মারডকের এটি চতুর্থ বিয়ে। জেরি হল এর আগে বিয়ে করেন রোলিং স্টোনের মাইক জ্যাগারকে।
মিডিয়া মোগল রুপার্ট মারডকের নিউজ করপোরেশন যুক্তরাষ্ট্রে ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, যুক্তরাজ্যের দ্য সান, দ্য টাইমসসহ বেশ কয়েকটি প্রধান গণমাধ্যম নিয়ন্ত্রণ করে।
এর আগে রুপার্ট জেরি হলকে নিয়ে অনুভূতি প্রকাশ করে বলেন, তিনি সবচেয়ে ভাগ্যবান ও সুখী মানুষ। বেশ কয়েকটি অনুষ্ঠানে এ দম্পতিকে একসঙ্গে দেখা গেছে।
২০১৮ সালে মারডক তাঁর উত্তরসূরি হিসেবে বড় ছেলে ল্যাচলানকে ফক্স করপোরেশনের প্রধান নির্বাহী হিসেবে ঘোষণা করেন।