ব্রিটেন থেকে গরুর মাংস আমদানি নিষিদ্ধ করল চীন
গত মাসে ব্রিটেনে ছড়িয়ে পড়ে বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি (বিএসই) নামের একটি রোগ, যার আরেক নাম ম্যাড কাউ। এটি গরুর হয়ে থাকে।
এ কারণে দেশটি থেকে ৩০ মাসের কমবয়সী গরুর মাংস আমদানি নিষিদ্ধ করেছে চীন। আজ সোমবার এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, শুল্কের সাধারণ প্রশাসন জানিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর থেকে এই নিষেধাজ্ঞার কার্যকারিতা শুরু হয়েছে।
অন্যদিকে প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ বলেছে, তারা চীনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করতে কাজ করছে।
এর আগে, সেপ্টেম্বরে যুক্তরাজ্যের প্রাণী ও উদ্ভিদ স্বাস্থ্য সংস্থা (এপিএএ) বলেছিল, সমারসেটের একটি খামারে বিএসই আক্রান্ত হয়েছে একটি গরু-তা নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ, ২০১৮ সালে যুক্তরাজ্য থেকে গরুর মাংস আমদানির ওপর দেওয়া দুই দশকের দীর্ঘ নিষেধাজ্ঞার অবসান ঘটিয়েছিল চীন, যা ১৯৯০-এর দশকে বিএসই বা ম্যাড কাউয়ের প্রাদুর্ভাবের পর প্রথম দেওয়া হয়েছিল।