ভারতের ১৪তম উপরাষ্ট্রপতির শপথ নিলেন জগদীপ ধনকড়
ভারতের ১৪তম উপরাষ্ট্রপতির শপথ নিয়েছেন জগদীপ ধনকড়। তাঁকে শপথবাক্য পাঠ করান দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় সংবাদমাধ্যম এনটিভির এক ভিডিও প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় দেশটির নতুন উপরাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, বিদায়ী উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ও লোকসভার স্পিকার ওম বিড়লাসহ দেশটির অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।
শপথ গ্রহণের আগে দিল্লির রাজ ঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জগদীপ ধনকড়। নিজের টুইটারে সেই ছবি দিয়েছেন তিনি।