মার্কিন নাগরিকদের ‘ব্যক্তিগত ব্যবস্থায়’ ইউক্রেন ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
ইউক্রেনে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদ বলে মনে হলে ‘ব্যক্তিগত ব্যবস্থায়’ দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে সেখানকার মার্কিন দূতাবাস। খবর বিবিসির।
ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বর্তমান পরিস্থিতিকে ‘অনিশ্চিত’ বলে অভিহিত করেছে। এবং ইউক্রেন ছাড়তে কোন পথ বেছে নেওয়া হচ্ছে, তা ‘সতর্কভাবে বিবেচনার’ আহ্বান জানিয়েছে। এর কারণ হিসেবে দূতাবাসটি বলছে—ইউক্রেন ছাড়ার পথগুলোর বেশির ভাগই যানজটপূর্ণ। কিছু পথ যুদ্ধ ও অভিযানের ঝুঁকিতে রয়েছে। আর, অন্য পথগুলোতে থাকা সেতু, সড়কসহ বেশ কিছু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
দূতাবাস আরও সতর্ক করে জানিয়েছে— ইউক্রেনের পূর্বাঞ্চলের সঙ্গে পোল্যান্ডের সরাসরি সীমান্ত রয়েছে। পোলান্ড ও মলদোভায় যাওয়ার বেশির ভাগ সীমান্ত পথ পাড়ি দিতে কখনও কখনও ৩০ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে—রুশ হামলা থেকে বাঁচতে প্রায় তিন লাখ ৬৮ হাজার মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে প্রায় দেড় লাখ মানুষ পোল্যান্ডে গেছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইউক্রেনে প্রায় ছয় হাজার ৬০০ মার্কিন নাগরিকের বাস। তবে, তাদের মধ্যে কতজন এখনও সে দেশে রয়ে গেছে, তা এখনও স্পষ্ট নয়।