মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় আক্রান্ত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় আক্রান্ত হয়ে হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন। খবর বিবিসির।
বিবিসি জানায়, ৭৯ বছর বয়সি প্রেসিডেন্ট করোনার সব কয়টি টিকা নিয়েছেন। এমনকি, তিনি দুবার বুস্টার ডোজও নিযেছেন।
বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এসব তথ্য নিশ্চিত করে বলেন, তিনি ‘খুব হালকা লক্ষণ’ অনুভব করছেন। আইসোলেশনের সময়ে তিনি তাঁর সমস্ত দায়িত্ব পালন করতে থাকবেন।
জিন-পিয়ের তাঁর বিবৃতিতে আরও বলেন, ‘প্রেসিডেন্ট প্যাক্সলোভিড অ্যান্টিভাইরাল ওষুধ খাচ্ছেন।’
জিন-পিয়ের জানান, প্রেসিডেন্ট জো বাইডেন করোনা নেগেটিভ না হওয়া পর্যন্ত হোয়াইট হাউস প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্য রেখে আইসোলেশনে থেকেই সব কাজ করে যাবেন। এ সময় তিনি টেলিফোন ও জুমের মাধ্যমে মিটিংয়ে অংশ নেবেন।