মেক্সিকোতে অপহরণের পর যুক্তরাষ্ট্রের ২ নাগরিককে হত্যা, ২ জন উদ্ধার
মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের চার নাগরিককে অপহরণ করা হয়েছে। এদের মধ্যে দু’জনকে হত্যা করেছে অপহরণকারীরা। নিহতরা হলেন জিনডেল ব্রাউন ও শাইদ উডওয়ার্ড। বাকি দু’জনকে জীবিত উদ্ধার করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানায় দু’জন বন্ধুসহ জিনডেল ও সাইদ কসমেটিক সার্জারি করাতে মেক্সিকো যান। গত ৩ মার্চ টেক্সাস সীমান্তের কাছে মেক্সিকোর উত্তর-পূর্বাচঞ্চলীয় টামাউলিপাস রাজ্যের মাতামোরোস শহরে গাড়ি চালাচ্ছিলেন তারা। এসময় ভারী অস্ত্রে সজ্জিত একদল বন্দুকধারী তাদের গাড়ি আটকায়। সেখান থেকে নামিয়ে তাদেরকে একটি ট্রাকে তোলে অপহরণকারীরা।
এরপর মাতামোরোসের বাইরে এক নির্জন এলাকার একটি কাঠের পরিত্যক্ত বাড়ি থেকে জিনডেল ও শাইদের লাশ উদ্ধার করে মেক্সিকান আইনশৃঙ্খলা বাহিনী। ওই দু’জনকে গুলি করে হত্যা করা হয়। বাকি দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য টেক্সাসে পাঠানো হয়েছে। অপহৃতদের জীবিত ফেরত দিতে অপহরণকারীদের ৫০ হাজার ডলার পণ দেয়ারও প্রস্তাব দিয়েছিল এফবিআই।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মেক্সিকোর সবচেয়ে পুরোনো ভয়ংকর সংঘবদ্ধ অপরাধীচক্রের একটি ‘গাল্ফ কার্টেল’ এই হামলার সঙ্গে জড়িত বলে ধারণা তদন্তকারীদের। দুই বিবদমান সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে যাওয়া অথবা প্রতিপক্ষ মাদক কারবারী দলের সদস্য মনে করে তাদের অপহরণ করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।