যুক্তরাষ্ট্রে ‘টার্গেট কিলিংয়ে’ চার মুসলিম নিহতের ঘটনায় তদন্ত চলছে
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকের্ক শহরে চার মুসলিমকে হত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ ও কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা। গত ৯ মাসে চার জন মুসলিমকে হত্যা করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
অঙ্গরাজ্যের গভর্নর মিশেল লুজান গ্রিশাম এ হত্যাকাণ্ডকে ‘টার্গেট করে হত্যা’ বলে আখ্যায়িত করেছেন। টুইটে তিনি বলেন, আলবুর্কেকের মুসলিম বাসিন্দাদের টার্গেট করে করে হত্যার ঘটনা বেদনাদায়ক এবং একেবারেই অগ্রহণযোগ্য।’
দুর্বৃত্তদের গুলিতে নিহত দুজন মুসলিম ব্যক্তির জানাজা হয় গত শুক্রবার দুপুরে। নিউ মেক্সিকোর ইসলামিক সেন্টারে ওই জানাজায় হাজারো মুসল্লির মাঝে উপস্থিত ছিলেন নাইম হুসাইন। কয়েক ঘণ্টা পর নাইম হুসাইনও দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।
গুলিবিদ্ধ হয়ে নিহত চারজনের দুজন একই মসজিদের সদস্য। এদের নিহত হওয়ার বিষয়টি গত ৭ নভেম্বর হালাল সুপার মার্কেটে গুলিতে নিহত আফগান অভিবাসী মোহাম্মদ আহমাদি হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে বলে পুলিশের ধারণা।
পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া মোহাম্মদ আফজাল হোসেন (২৭) গত সোমবার আলবুকের্কে নিজের অ্যাপার্টমেন্টের সামনে খুন হন। অঙ্গরাজ্যের এসপানোলা শহরের পরিকল্পনা পরিচালক ছিলেন আফজাল। অন্যদিকে আফতাব হোসাইনকে (৪১) গত ২৬ জুলাই আলবুকের্কের অন্যত্র গুলিবিদ্ধ হয়ে নিহত অবস্থায় উদ্ধার করা হয়।
আলবুকের্ক শহরের পুলিশ প্রধান হ্যারল্ড মেডিনা গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, ‘মুসলিম সম্প্রদায়ের একজনকে হত্যা করা হয়েছে। পূর্বের তিন ব্যক্তি হত্যার ঘটনার সঙ্গে এর যোগসূত্র আছে বলে মনে হচ্ছে।’