রাশিয়াকে সহায়তার বিরুদ্ধে চীনকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়াকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে চীনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, রাশিয়া চীনের কাছ থেকে সামরিক ও আর্থিক সহায়তা চেয়েছে। এক্ষেত্রে সহায়তার ইঙ্গিত দিয়েছে চীন।
অন্যদিকে, মার্কিন কর্মকর্তাদের এমন অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। তারা এমন তথ্যকে বিভ্রান্ত্রিমূলক বলে দাবি করছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রোমে চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিয়েচির সঙ্গে সাক্ষাৎ করার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আমরা বেইজিংকে খুব স্পষ্টভাবে জানিয়েছি যে, আমরা পাশে থাকব না। আমরা কোনো দেশকে রাশিয়ার ক্ষতিপূরণ করার ক্ষেত্রে সুযোগ দেব না।’
যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে—ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে চীন কোনো সহযোগিতা করলে দেশটিকে এর জন্য ভয়ংকর পরিণাম ভোগ করতে হবে।
এর আগে ইউক্রেনে রুশ হামলার সরাসরি নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে চীন। তবে, বেইজিং পূর্বাঞ্চলে ন্যাটোর সম্প্রসারণের নিন্দা করেছে এবং এ কারণে রুশ-ইউক্রেন পরিস্থিতি সংকটে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, রাশিয়ার ওপর আরোপিত অবরোধ এড়াতে চীন মস্কোকে কোনো ধরনের সহায়তা করছে কি না, হোয়াইট হাউস তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তবে, গত সপ্তাহে বেইজিং বলেছে, রাশিয়ার সঙ্গে তাদের বন্ধুত্ব ইস্পাতের মতো কঠিন। দেশটি একই সঙ্গে যুদ্ধ অবসানে মধ্যস্থতায় সহায়তারও আগ্রহ প্রকাশ করেছে।