লাখো নারীর জেনেটিক তথ্য সংগ্রহের অভিযোগ অস্বীকার চীনা কোম্পানির
চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাখ লাখ নারীর প্রসব-পূর্ববর্তী পরীক্ষার প্রতিবেদন বিক্রি এবং জিন-সংক্রান্ত তথ্য সংগ্রহের যে অভিযোগ উঠেছে, তা অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। চীনা জিন কোম্পানি বিজিআই গ্রুপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে—চীনা সেনাবাহিনীর সহায়তায় প্রতিষ্ঠানটি প্রসব-পূর্ববর্তী পরীক্ষার প্রতিবেদন থেকে জেনেটিক তথ্য সংগ্রহ করছে। গ্লোবাল টাইমস এ খবর জানিয়েছে।
গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জেনেটিক তথ্য সংগ্রহের বিষয়টি নিয়ে বার্তা সংস্থা রয়টার্স যে পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করেছে, গত বৃহস্পতিবার সে প্রতিবেদনের যুক্তি খণ্ডন করেছে বিজিআই। ওই প্রতিবেদনকে ‘অসত্য’ বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
বিজিআই বলেছে, তারা কখনও চীনা কর্তৃপক্ষকে নারীদের প্রসব-পূর্ববর্তী পরীক্ষার রিপোর্ট দেয়নি। এ ছাড়া ওই পরীক্ষার রিপোর্ট প্রকাশে চীনা সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়নি। এটি সরাসরি জাতীয় ও আন্তর্জাতিক ডেটা পলিসির সঙ্গে সম্পর্কিত বিষয়। রয়টার্সের রিপোর্টকে অসত্য বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
এর আগে গত বুধবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিজিআই গ্রুপ চীনা সেনাবাহিনীর সহায়তায় বিশ্বের লাখো নারীর প্রসব-পূর্ববর্তী পরীক্ষার রিপোর্ট থেকে জেনেটিক ডেটা সংগ্রহ করছে এবং তা চীনকে সরবরাহ করছে। এ অভিযোগ নিয়ে রয়টার্সের প্রতিবেদনের বিপরীতে নিজেদের বিবৃতি দিয়েছে বিজিআই।
গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিজিআই’র জেনেটিক ডেটা সংগ্রহ ও বিশ্লেষণকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, বিজিআই বলেছে, চীনের বাইরে অন্য দেশের নারীদের জেনেটিক ডেটা জিন ব্যাংকে সংগ্রহ বা মজুদ করা হচ্ছে না।