লাদাখ সীমান্তে নিহত সেনাদের বীরত্বের সমালোচক চীনা ব্লগার গ্রেপ্তার
লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে সংঘর্ষে চার চীনা সেনার মৃত্যুকে ‘বীরত্ব হিসেবে স্বীকৃতি’ দেওয়ার সমালোচনাকারী জনপ্রিয় ব্লগারকে গ্রেপ্তার করেছে চীনা পুলিশ। বিবিসির খবরে এ কথা জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ৩৮ বছর বয়সী ওই ব্লগারের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর ব্লগে লিখেছেন, চীন সরকার সত্য বিকৃত করেছে ও সংঘর্ষে মৃত্যুর খবর ধাপাচাপা দিয়েছিল।
বিবিসি বলছে, এ ঘটনার সমালোচনাকারী অন্তত ছয় ব্লগারকে আটক করেছে চীন।
চীনা পুলিশ বলছে, ২০১৮ সালে পাস হওয়া ‘দেশের জন্য শহিদ হওয়া বীরদের কটূক্তিতে নিষেধাজ্ঞা’ আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবং এই গ্রেপ্তার হওয়া ব্লগারদের তিন বছর করে সাজা দেওয়া হবে।
চীনা পুলিশ ওই ব্লগারের নাম না জানালেও বিবিসি বলছে, ১৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়া ওই ব্লগারের নাম কিউ-ই। ওয়েইবো ব্লগিং সাইটে তাঁর ২৫ লাখ ফলোয়ার রয়েছে।