সীমান্ত সুরক্ষা জোরদার করতে আইন পাস করল চীন
সীমান্ত সুরক্ষা জোরদার করতে নতুন একটি আইন পাস করেছে চীন। এ স্থলসীমান্ত আইন আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
ভারতের সঙ্গে সীমান্তে দীর্ঘদিনের অচলাবস্থা, তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে নিরাপত্তায় ঝুঁকি এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে করোনাভাইরাস ছড়ানো নিয়ে উদ্বেগের মধ্যে চীন এই আইন পাস করল।
এই আইনে চীনের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন সূচিত হবে না। তবে আইনের বদৌলতে সীমান্ত সমস্যা মোকাবিলায় চীনের সক্ষমতা আরো বাড়বে।
আইনে বলা হয়েছে, ‘চীন তাদের ভৌগোলিক সার্বভৌমত্ব এবং স্থলসীমান্ত নিরাপত্তা চূড়ান্তভাবে রক্ষা করতে কার্যকর নানা পদক্ষেপ নেবে।’
এতে আরো বলা হয়েছে, চীনের সশস্ত্র বাহিনী ও সামরিক পুলিশ সীমান্তে আগ্রাসন, অনুপ্রবেশ কিংবা যে কোনো উসকানি মোকাবিলায় দায়িত্ব পালন করবে। তা ছাড়া, যুদ্ধ কিংবা সশস্ত্র সংঘাত সীমান্ত নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়ালে চীন সীমান্ত বন্ধও করে দিতে পারবে।
প্রতিবেশী দেশ আফগানিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে নজর রেখে আসছে চীন। কারণ, গত আগস্টেই আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। এই প্রেক্ষাপটে সেখান থেকে চীনের জিনজিয়াং অঞ্চলে মুসলিম উইঘুরদের সঙ্গে সম্পৃক্ত হতে জঙ্গি কিংবা শরণার্থী অনুপ্রবেশ নিয়ে বেইজিং উদ্বেগে আছে।
অন্যদিকে, হিমালয় সীমান্তে ২০২০ সালের এপ্রিল থেকেই চীনের সেনাদের সঙ্গে ভারতের সেনাদের সংঘর্ষ নিয়ে এক ধরনের অচলাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সীমান্তের বাইরে থেকে দেশের ভেতরে যাতে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়াতে না পারে তা নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছে চীন।
মিয়ানমার ও ভিয়েতনাম থেকে মানুষের অনুপ্রবেশের কারণে এ বছর চীনের ইউনান ও গুয়াংশি প্রদেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়েছে। তাই নতুন আইনে চীন এই ভাইরাস থেকেও সীমান্তকে সুরক্ষিত রাখতে চায়।