হংকংয়ের সামরিক প্রধান হলেন চীনের পার্লামেন্টারি পুলিশের সাবেক প্রধান
চীনের পার্লামেন্টারি পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তা পেং জিংতাংকে দেশটির সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি’র (পিএলএ) হংকং গ্যারিসনের কমান্ডার নিযুক্ত করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি’র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।
মেজর জেনারেল র্যাংকধারী পেং জিংতাং ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে চীনের প্যারামিলিটারি পুলিশ বাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন।
চীনের জাতীয় স্বার্বভৌমত্ব নিরাপত্তার স্বার্থে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশনা অনুযায়ী সামরিক বাহিনীর সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন পেং জিংতাং।
দীর্ঘদিন ব্রিটিশ উপনিবেশ হিসেবে থাকা হংকং ১৯৯৭ সালে পুনরায় চীনের শাসনের অধীনে আসে। এ সময় ব্যক্তি অধিকার সমুন্নত রাখাসহ বেশকিছু শর্তের ভিত্তিতে চীনের সঙ্গে একীভূত হয় হংকং। কিন্তু, ২০১৯ সালে এসে নতুন জাতীয় নিরাপত্তা আইন কার্যকরের পর ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ গণতন্ত্রপন্থিদের।