৮০ বছরে পা দিয়েছেন জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৮০ বছরে পা দিয়েছেন। দেশটির ইতিহাসে এই প্রথম ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের বয়স ৮০ হলো। তবে এ নিয়ে হোয়াইট হাউসে তেমন কোনো আয়োজন হয়নি।
টুইটারে নিজেদের একটি নাচের ছবি পোস্ট করে স্ত্রী জিল বাইডেন লিখেছেন, ‘আমি যার সঙ্গে নাচতে চাই, সে তুমি ছাড়া আর কেউ নয়। শুভ জন্মদিন জো! আমি তোমাকে ভালোবাসি।’
বাইডেনের জন্মদিন ঘিরে রোববার হোয়াইট হাউস থেকে আয়োজনের কোনো খবর জানা যায়নি। কেবলমাত্র জিল বাইডেনই টুইটারে পোস্টটি করেন।
এদিকে, এর একদিন আগে গত শনিবার নাতনি নাওমির বিয়ে উপলক্ষে বেশ বড় আয়োজন ছিল হোয়াইট হাউসে। তবে এ আয়োজনে গণমাধ্যম নিষিদ্ধ ছিল।
তবে আগামী দিনগুলোতে পরিবারের সঙ্গে বাইডেনের আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যু পরবর্তী নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া না হওয়ার বিষয়। গত ৯ নভেম্বরের সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে তাঁর ইচ্ছের কথা জানিয়েছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ২০২৩ সালে।
এদিকে, আমেরিকায় বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, বাইডেন আবারও হোয়াইট হাউসের দৌড়ে শরিক হোক তা অধিকাংশ আমেরিকান চায় না।