নূর হোসেনের বিষয়ে আদেশ নিয়ে ধোঁয়াশা
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভারতে অনুপ্রবেশের মামলার শুনানি শেষ হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আদেশ দেননি আদালত।
আজ শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গের বারাসাত আদালতের মুখ্য বিচারিক হাকিম সন্দীপ চক্রবর্তী তাঁর এজলাসে সরকারপক্ষ ও নূর হোসনের আইনজীবীদের বক্তব্য শোনেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কোনো রায় দেননি।
মামলায় নূর হোসেনের আইনজীবী অনুপ কুমার ঘোষ এনটিভি অনলাইনকে জানান, বিচারক দুই পক্ষের বক্তব্য শুনেছেন। তিনি রায় পরে জানাবেন বলে জানিয়েছেন। সেটি আজ কিংবা কাল হতে পারে।
এদিকে, নূর হোসেনের শুনানি শেষ হতে না-হতেই তাঁর বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়ে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে গুঞ্জন ওঠে বারাসাত আদালত চত্বরে। প্রাথমিকভাবে আদালতের বিভিন্ন সূত্রে এমনটা জানা গেলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য জানা যায়নি।
এ মামলায় সরকারপক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন দে-ও কিছু জানাতে পারেননি।
আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের আগে নূর হোসেনের মামলার শুনানি শুরু হয় বারাসাতের নিম্ন আদালত কক্ষে। ভারতীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত নূর হোসেনকে আদালতে নেওয়া হয়নি।
সম্প্রতি বারাসাত আদালতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নূর হোসেনের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে নূর হোসেন শুনানির আবেদন করেন। ৩ অক্টোবর শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন মুখ্য বিচারিক হাকিম অনুপস্থিত থাকায় পিছিয়ে যায় নূর হোসেনের শুনানি। পরবর্তী দিন ধার্য হয় আজ শুক্রবার।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করেন র্যাব-১১-এর কতিপয় সদস্য। এর কয়েক দিন পর সাতজনেরই মৃতদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়। এ ঘটনায় র্যাবের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ আদালতে তাঁদের বিচার চলছে।