আইনপ্রণেতাকে পানির গ্লাস এগিয়ে দিলেন মোদি
ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) দিল্লি সচিবালয়ে তল্লাশি চালানোয় বিভিন্ন মহলের তোপে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে ‘মস্তিষ্ক বিকৃত’ আখ্যা দেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল ।
এর ঠিক একদিন পর আজ বুধবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া ভাষণে মোদি সরকারের তীব্র সমালোচনা করেন এএপির পাঞ্জাব রাজ্যের এক আইনপ্রণেতা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, সরকারবিরোধী কথা বলতে বলতে তাঁর গলা শুকিয়ে যায় ভগওয়ান্ত মান নামের ওই আইনপ্রণেতার। তৃষ্ণার্ত অবস্থায় তিনি হন্য হয়ে পানি খুঁজছিলেন। আশপাশ কারো কাছে পানিও পাচ্ছিলেন না। ঠিক সেই মুহূর্তে ত্রাণকর্তার ভূমিকা নেন মোদি। আপাত শত্রুকে পানির গ্লাস এগিয়ে দিয়ে মহাত্মার পরিচয় দিলেন ভারতের প্রধানমন্ত্রী।
এনডিটিভির খবরে বলা হয়, মোদির টেবিলে থাকা গ্লাসভর্তি পানি নিমিষেই পান করেন ভগওয়ান্ত। পরে খালি গ্লাসটি দেওয়ার সময় মোদির দিকে তাকিয়ে মুচকি হাসেন তিনি। এ সময় মোদিও তাঁর দিকে তাকিয়ে হাসেন।
এ ঘটনা শোনার পর পার্লামেন্টে উপস্থিত অনেকেই রসিকতা শুরু করেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ঘটনা শুনে হাসাহাসি শুরু করেন। একই অবস্থা পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজেরও।