বিদ্রূপকারীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেবেন এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বিদ্রূপকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নেওয়া হবে। সম্প্রতি ব্যর্থ অভ্যুত্থানের কারণে তিনি ঐক্যের প্রতি অনুপ্রাণিত হয়েছেন বলে জানান।
স্থানীয় সময় শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত প্রেসিডেন্ট প্যালেসে দেওয়া এক ভাষণে রিসেপ তাইয়েপ এরদোয়ান এ কথা বলেন।
তুরস্কের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টকে বিদ্রূর অভিযোগে প্রায় দুই হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
ব্যর্থ অভ্যুত্থানের পর ধড়পাকড়ের বিষয়ে সমালোচনাকারীদের উদ্দেশে এরদোয়ান বলেন, ‘কিছু মানুষ আমাদের উপদেশ দেন। তাঁরা নিজেদের উদ্বিগ্ন দাবি করেন। নিজের কাজে মন দিন! নিজে কী করেছেন দেখুন। ’
ওই ভাষণের আগে এরদোয়ান দাবি করেন, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভটেল অভ্যুত্থানের পরিকল্পকারীদের পক্ষে ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার জেনারেলর ভটেল বলেছেন, কিছু সামরিক নেতাকে কারাদণ্ড দেওয়ার ফলে মার্কিন-তুরস্ক সামরিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
সাম্প্রতিক ব্যর্থ অভ্যুত্থান বিষয়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া প্রসঙ্গে শুক্রবারের ভাষণে এরদোয়ান বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন অথবা পশ্চিম থেকে একজনও সমবেদনা জানাতে আসেনি। ওই দেশ অথবা সেখানকার নেতারা তুরস্কের গণতন্ত্র, মানুষের জীবন এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নয়।অভ্যুত্থান চেষ্টাকারীদের বিরুদ্ধে উদ্বিগ্নরা কখনো আমাদের বন্ধু হতে পারে না।’
গতকাল শুক্রবার একই অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেন এবং দেশের সেনাবাহিনীর মধ্যে সব সম্পর্ক ছিন্ন করা হয়েছে।
তুরস্কে অভ্যুত্থান চেষ্টার সময় থেকে ফেতুল্লা গুলেনকে দায়ী করা হয়েছে। তবে ঘটনার সময়ই তিনি এই অভিযোগ অস্বীকার করেন এবং অভ্যুত্থান চেষ্টার সমালোচনা করেন।