রিপাবলিকান প্রার্থী হওয়ার ঘোষণা রন ডিস্যান্টিসের, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। স্থানীয় সময় বুধবার (২৪ মে) টুইটারের অডিও প্ল্যাটফর্মে এ ঘোষণা দেন তিনি। এর আগেই দলটি থেকে একই পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে রনের এই ঘোষণা রিপাবলিকান পার্টিতে তৈরি করেছে নতুন বাঁক। একইসঙ্গে চ্যালেঞ্জের মুখে পড়লেন ট্রাম্প।
টুইটারের ওই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মালিক ইলন মাস্কের মুখোমুখি হন রন ডিস্যান্টিস। তিনি বলেন, ‘আমি আমাদের গ্রেট আমেরিকার প্রত্যাবর্তনে নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা জানি, আমাদের দেশ ভুল পথে যাচ্ছে, যা আমরা নিজেদের চোখেই দেখছি এবং হাড়ে হাড়ে টের পাচ্ছি।’
শ্রোতাদের উদ্দেশে উদ্বোধনী ভাষণে ডিস্যান্টিস বলেন, ‘বাইডেনের নেতৃত্বে দেশ ভুল পথে যাচ্ছে। তাই তিনি রিপাবলিকানদের তার সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন।’
রন ডিস্যান্টিস বলেন, ‘আপনাদের কাছে আমার ওয়াদা হলো—আপনারা যদি আমাকে মনোনীত করেন, তাহলে আপনার ঘড়িটি ২০২৫ সালের ২০ জানুয়ারি ঠিক মধ্যাহ্নের জন্য সেট করতে পারেন। কারণ, মার্কিন ক্যাপিটলের পশ্চিম দিকে আমি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করব।’
‘কোনো অজুহাত নয়, আমি আমার কাজটি সম্পন্ন করবই’, বলেন ডিস্যান্টিস।
বুধবারই ফেডারেল নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় নথিপত্র জমা দেন রন ডিস্যান্টিস। ফ্লোরিডার এই গভর্নর বলেন, ‘জয়ের কোনো বিকল্প নেই। আমাদের অবশ্যই হারার সংস্কৃতির অবসান ঘটাতে হবে, যা সাম্প্রতিক বছরগুলোতে রিপাবলিকান পার্টিকে সংক্রমিত করেছে।’