পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআরের আবেদন বিরোধী দলনেতার
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে এক কর্মীসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তৃণমূল কংগ্রেসের নেতাদের একে একে জেলে ঢোকানো হচ্ছে এমন অভিযোগ করেন।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সময় পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিচ্ছি ওদের আট জনকে জেলে ভরবো।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতার হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করার হুঁশিয়ারি দিয়েছিলেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (২৪ নভেম্বর) রাতে শুভেন্দু অধিকারী হেয়ার স্ট্রিট থানায় ইমেইলের মাধ্যমে অভিযোগ জানান। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় পাঠানো ইমেইলের প্রতিলিপি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে শেয়ার করেন শুভেন্দু অধিকারী।
এ সময় শুভেন্দু অধিকারী ক্যাপশনে লেখেন, ‘প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে হুমকি দেওয়া হচ্ছে।’ পাশাপাশি বিরোধী দলনেতা এটাও লেখেন, ‘আমার পুলিশের প্রতি ভরসা আছে। আশা করি পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করবে। আমি ৭২ ঘণ্টা অপেক্ষা করব। তার মধ্যে পুলিশ এফআইআর রেজিস্ট্রার করতে অস্বীকার করলে অভিযোগটি নিয়ে আদালতে যাব।’