ভারতের পার্লামেন্টে ঢুকে দুই যুবকের হুলুস্থুল কাণ্ড
ভারতের নতুন পার্লামেন্টে ঘটে গেছে হুলুস্থুল কাণ্ড। দর্শক গ্যালারি থেকে লোকসভায় প্রবেশ করে দুই যুবকের হাতে থাকা টিনের কৌটা থেকে বের হয় হলুদ রঙের ধোঁয়া। সেই ধোঁয়ায় ভরে যায় গোটা লোকসভা। এ সময় স্লোগানও দিতে থাকেন ওই দুজন। তারা বলতে থাকেন, ‘তানাশাহি নেহি চলেগি’ (স্বৈরতন্ত্র চলবে না)। খবর এনডিটিভির।
প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, লোকসভার ধোঁয়াকাণ্ডে মোট ছয়জন জড়িত। লোকসভার ভেতরে ওই দুই যুবক যখন ধোঁয়া ওড়াচ্ছিল ঠিক তখন পার্লামেন্টের বাইরে আরও একই ঘটনা ঘটিয়েছেন আরও কয়েকজন। এত নিরাপত্তা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটেছে তা নিয়ে চলছে জোর আলোচনা।
লোকসভার ভেতর থেকে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম হলো, সাগর শর্মা ও ডি মনোরঞ্জন। আর লোকসভার বাইরে থেকে গ্রেপ্তারকৃত বাকি দুজন হলেন, নিলাম দেবি ও অমল সিন্ধে। এ ছাড়া আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে যার নাম ললিত ঝাঁ। তার বাড়ি গুরগাঁও এলাকায় যেখানে ওই পাঁচজন ছিলেন। আর গুরগাঁওয়ের আরেক বাসিন্দা ভিকে শর্মাকেও গ্রেপ্তার করা হয়েছে।
এনডিটিভি বলছে, লোকসভার ভেতরে যে দুজন ধোঁয়া উড়িয়েছে তাদের একজন উত্তর প্রদেশের বাসিন্দা সাগর শর্মা। আর কর্ণাটকের মুসৌরির বাসিন্দা মনোরঞ্জন। তাদেরকে লোকসভায় দশনার্থী হিসেবে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছিল ক্ষমতাসীন বিজেপির এমপি প্রতাপ সিনহা।
মুসৌরি ক্ষমতাসীন সরকারের আইন প্রণেতা সিনহা এনডিটিভিকে বলেন, ‘আমি লোকসভার স্পিকার ওম বিরলার সঙ্গে দেখা করব। আমার কার্যালয় থেকে পার্লামেন্টে প্রবেশের জন্য অনুরোধ করা হয়েছে সে বিষয়ে তাকে আমার অবস্থান ব্যাখ্যা করব।’
এনডিটিভি বলছে, চার বছর ধরে পরিচিত ধোঁয়াকাণ্ডে জড়িতরা। ধোঁয়ার পরিকল্পনা তারা একসঙ্গেই করেছে। তারা সবাই লোকসভার ভেতরে যেতে চেয়েছিল। তবে, পাস পেয়েছিল মাত্র দুজন।
তবে, ধোঁয়াকাণ্ডে জড়িতরা কোনো ধরনের জঙ্গি সংশ্লিষ্টতায় যুক্ত নয় বলে পুলিশের একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে। গণমাধ্যমটি বলছে, ৪২ বছর বয়সী নিলাম দেবি একজন শিক্ষক। নিলামের ভাইয়ের তথ্যমতে, কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন তার বোন। তবে, ২০২০ সালের কৃষক বিক্ষোভের সময় তিনি এতে সরাসরি যুক্ত ছিলেন।
এনডিটিভি বলছে, লোকসভার আজকের ঘটনাটি ২২ বছর আগে পার্লামেন্টে জঙ্গি হামলার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। ওই জঙ্গি হামলায় ৯ জন প্রাণ হারান, যার মধ্যে আটজনই ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্য।
লোকসভায় আজ যা হয়েছিল
আজ বিকেলে লোকসভার জিরো আওয়ার (প্রশ্নোত্তর পর্ব) অধিবেশন চলাকালীন সময়ে দশনার্থী গ্যালারি থেকে লাফ দিয়ে ভেতরে ঢুকে যায় সাগর। এরপর তিনি একটি কৌটা বের করে সেটির মুখ খুলে দেয় ও হলুদ ধোঁয়া বের হতে থাকে। স্পিকারের দিকে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে, সেখানে বসে থাকা কয়েকজন আইন প্রণেতা তাকে ধরে ফেলেন ও মারধর করেন।
ঠিক সে সময়ে দশনার্থীর গ্যালারিতে বসে থাক সাগরের সহযোগী মনোরঞ্জন আরেকটি কৌটার মুখ খুলার চেষ্টা করে। মূলত, সাগরের কাছ থেকে মনোযোগ সরাতেই তিনি এমনটি করেন। এর খানিক বাদেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা লোকসভায় প্রবেশ করেন। ঠিক সে সময়ে পার্লামেন্টের বাইরে আরও দুজন হলুদ ও লাল রঙয়ের ধোঁয়া উড়ান।