সেনাপ্রধান জোসেফ আউন হলেন লেবাননের প্রেসিডেন্ট
যুদ্ধবিধ্বস্ত লেবাননকে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের পথ দেখাতে সেনাপ্রধান জোসেফ আউনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে দেশটির আইনপ্রণেতারা। দুই বছর শূন্য থাকার পর আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই পদে তাকে নির্বাচিত করা হয়েছে। খবর এএফপির।
গত শুক্রবার ৬১ বছরে পা দেওয়া আউন আজ তার চিরাচরিত সামরিক পোশাক ছেড়ে পার্লামেন্টে শপথ নিতে আসেন গাঢ় রঙের স্যুট ও উজ্জ্বল নীল রঙের টাই পরে। এ সময় পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘লেবাননের ইতিহাসে আজ থেকে একটি নতুন ধাপের সূচনা হলো।’
এদিকে, শপথকে ঘিরে দক্ষিণ লেবাননে জোসেফ আউনের গ্রাম আইশিইয়েহ সেজেছিল উৎসবের সাজে। আজ সকাল থেকেই গ্রামের অধিবাসীরা লেবাননের পতাকা ও আউনের ছবি নিয়ে জড়ো হতে থাকে সেখানকার গির্জায়।
আজ পার্লামেন্টের ১২৮ সদস্যের মধ্যে ৯৯ জন অধিবেশন চলার সময় আউনের প্রতি তাদের সমর্থন প্রকাশ করলে স্পিকার নাবিহ বেরি ঘোষণা করেন, ‘প্রেসিডেন্ট হলেন হোসেফ আউন।’
লেবাননকে ইতিহাসের সবচাইতে খারাপ অর্থনৈতিক সংকট থেকে বের করে আনতে আন্তর্জাতিক ঋণপ্রদানকারীদের দাবি মেটাতে প্রয়োজনীয় সংস্কার কাজে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা এবং ইসরায়েলি সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর করার মতো চ্যালেঞ্জিং কাজ রয়েছে আউনের সামনে।
জোসেফ আউন হলেন দেশটির সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া পঞ্চম ব্যক্তি। টানা চারবার সেখানে সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়ার নজীর তৈরি হলো।
ভারসাম্য রক্ষায় লেবাননে ক্ষমতা ভাগাভাগি করার ব্যবস্থায় প্রেসিডেন্টকে অবশ্যই ম্যারোনাইট খ্রিস্টান হতে হয়। এর আগে প্রেসিডেন্ট হওয়া সেনাপ্রধানরা তাই ছিলেন। ২০২২ সালে মিচেল আউনের মেয়াদ শেষ হওয়ার পর ভূমধ্যসাগরের এই দেশটিতে কোনো প্রেসিডেন্ট ছিলেন না।