২৮ জানুয়ারি সফিউদ্দিন শিল্পালয় গ্যালারীতে চিত্র প্রদর্শনী নো বাউন্ডারি-২
সফিউদ্দীন শিল্পালয় গ্যালারীতে আট দেশের শিল্পীদের নিয়ে চতুর্থ চিত্র প্রদর্শনী "নো বাউন্ডারি – ২ আয়োজন করতে যাচ্ছে চিরন্তন আর্ট গ্রুপ। আগামী ২৮শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই চিত্র প্রদর্শনী ধানমণ্ডির সফিউদ্দীন শিল্পালয় গ্যালারীতে ।
বাংলাদেশসহ আটটি দেশের শিল্পীদের ছবি স্থান পাবে প্রদর্শণীতে।
প্রদর্শণীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন- তরুণ ঘোষ (বাংলাদেশ), সুলতানুল ইসলাম (বাংলাদেশ), নাসরিন বেগম (বাংলাদেশ), জিম ম্যাথিউ (যুক্তরাষ্ট্র), মিনি ভালেরো (যুক্তরাষ্ট্র) আনসিয়া হফম্যান। স্লোভাকিয়া), মোনা কেভি (মালয়েশিয়া), নিকোলাস ইসকিয়েরস্কি (কানাডা), তানজিনা আমিন (কানাডা), ডিবি ইয়ামফু কিরাত (নেপাল), সারোজা খাদদি (নেপাল), সুষমা রাজভান্ডারি (নেপাল)। গৌতম দাস (ভারত), স্বপন কুমার সাহা (ভারত), অজয় সমীর (ভারত)
এছাড়া আরও রয়েছেন- পিন্টু পাল (ভারত), মনোজ দাস (ভারত), রাজিব দেয়াসি (ভারত), দুত্যিমান ভট্টাচার্য (ভারত), কল্যান মুখোপাধ্যায় (ভারত), অজয় সরকার (ভারত), শুক্লা ভট্টাচার্য (ভারত), জারিয়াহ জাবিন মুধি (সংযুক্ত আরব আমিরাত) এবং মাহফুজা বিউটি (বাংলাদেশ)।