আব্দুস এস আলিমের একক আলোকচিত্র প্রদর্শনী ২৪-২৫ ডিসেম্বর
চিত্রশিল্প বহু প্রাচীন শিল্পমাধ্যম হলেও, ফটোগ্রাফি আধুনিক শিল্পধারায় স্থান করে নিয়েছে। ফটোগ্রাফি বা ছবি তুলতে পছন্দ করেন এমন অনেকেই আছেন। কারও কাছে ফটোগ্রাফি একটি শখ আবার কারও কাছে উপার্জনের অন্যতম মাধ্যম। এরই একটি শাখা-বার্ড ফটোগ্রাফি। তবে, যে যাই করুক না কেনো, ফটোগ্রাফি শখ পূরণ করতে বা কাঙ্খিত ছবি পেতে, ঘুরে বেড়ান বন-জঙ্গল, নদী-নালায়, দেশ-বিদেশে কিংবা গভীর অরণ্যে। বিশেষ করে তা যদি হয় পাখির...
সর্বাধিক ক্লিক