এডগার অ্যালান পোর দুটি কবিতা
এডগার অ্যালান পো মার্কিন লেখক, কবি, সম্পাদক ও সাহিত্য সমালোচক। তাঁকে আমেরিকার রোমান্টিক আন্দোলনের পুরোধা হিসেবে বিবেচনা করা হয়। মহান এই সাহিত্যিক জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের বোস্টনে, ১৮০৯ সালের ১৯ জানুয়ারি। আর মৃত্যুবরণ করেন বাল্টিমোরে, ১৮৪৯ সালের ৭ অক্টোবর। এখানে এডগার অ্যালান পোর দুটি কবিতা ‘অ্যালোন’ ও ‘আ ড্রিম উইদিন ড্রিম’-এর ভাষান্তর দেওয়া হলো।
নিঃসঙ্গ
সেই শৈশব থেকেই আমি যাইনি
যেখানে অন্যরা গেছে; আমি দেখিনি
যা অন্যরা দেখেছে; আমার আবেগগুলো ঠিক
বইত না একই ঝর্ণার ধারা হতে।
আমার বেদনার উৎসগুলো ছিল আলাদা; একই সুর
আমার অন্তরে আনন্দ জাগাত না; আর
যা কিছু আমি ভালোবেসেছি, বেসেছি একা।
তখন—সেই শৈশবে, এই ঝড়ো জনমের প্রভাতে—
শুধু কাটত ভালো-মন্দের তীব্র বোধের নেশাতে
সেই রহস্য এখনো আমাকে ঘিরে থাকে :
তা ছিল জলস্রোত কিংবা ঝর্ণার,
তা ছিল পর্বতের লালচে বিবর্ণ চূড়ার,
তা ছিল আমার চতুর্দিকে চক্রমান সূর্যের
সোনালি আভা বসন্তে যার,
তা ছিল আকাশের বিজলির
আমাকে উড়ন্ত অতিপাত করার,
তা ছিল বজ্রধ্বনি আর ঝড়ের,
তা ছিল মেঘের সেই টুকরের
(যখন সবটুকু নভো নীল)
যা দেখে মনে হয় অবিকল দৈত্যের।
স্বপ্নে বন্দী স্বপ্ন
ললাটের ওপর এই চুমুটুকু নাও!
অতঃপর বিচ্ছেদের সময়,
অন্তত এতটুকু কবুল করে যাও—
তুমি ভুল নও, যদি মনে করে থাক
আমার দিনগুলো ঠিক স্বপ্নের মতো;
অথচ যদি সব আশা উড়ে যায় দূরে
এক রাতে কিংবা একদিনে,
এক চাহনিতে কিংবা অচিনে,
তবে কি তারা একেবারে যায়নি উড়ে?
যা কিছু আমরা দেখি বা হয় দেখানো
তা শুধুই স্বপ্নে বন্দী স্বপ্ন।
আমি দাঁড়িয়ে আছি গর্জনের মধ্যে
সফেদ ফেনা মোচড়ানো এক সৈকতে,
আর হাতের মুঠোয় আঁকড়ে ধরেছি
দানাবাঁধা বালুকা সোনালি—
গুটিকয়েক মাত্র! অথচ কীভাবে তারা হামা দিচ্ছে
আমার আঙুলের ফাঁকের গভীরে,
কাঁদি আমি—বিলাপ করে!
হে ঈশ্বর! আমি কি পারব না ধরতে
এদেরকে আরো শক্ত করে আঁকড়ে?
হে ঈশ্বর! আমি কি পারব না বাঁচাতে
এদেরকে পাষাণ ঢেউয়ের হাত থেকে?
যা কিছু আমরা দেখি বা হয় দেখানো
তা কি শুধুই স্বপ্নে বন্দী স্বপ্ন?